আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা ২০২৩ - ২০২৪ ইং শিক্ষা বর্ষে ইফতা সমাপনী সনদ গ্রহণ করেছেন।
অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকগণের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে আলোর পথে, শিক্ষার্থীদের জন্য জ্ঞানের দ্বার উন্মোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ আমাদের ইফতা বিভাগের ছাত্র সংখ্যা এ পর্যন্ত মোট ৫০০+
বিষয়ঃ- নামায সংক্রান্ত মাসআলা।ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩, (১০৮)প্রশ্নঃ-জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,সফর অবস্থায় চার রাকাত বিশিষ্ট নামাজ কাজা হলে কিভাবে পড়বে?নিবেদক- আব্দুল্লাহ উত্তরসফর অবস্থায় চার রাকাত বিশিষ্ট নামাজ কাজা হলে দুই রাকাত পড়বে। সূত্রঃহেদায়া:- ৯/১৬৭ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ:-৪/৪৫২ফতোয়ায়ে তাতারখানিয়া:- ২/৫২৩ উত্তর লিখেছেন,ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
আরো পড়ুনবিষয়ঃ- নামায সংক্রান্ত মাসআলা।ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩, (১০৭)প্রশ্নঃ-জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,কোন নাবালেগের পিছনে বালেগব্যক্তি ইকতেদা করতে পারবে কি ?নিবেদক- আব্দুল্লাহ উত্তরনা, ইকতেদা করতে পারবে না। সূত্রঃকিতাবুন নাওয়াজেল:- ৪/৪৬২দুররুল মুখতার:- ২/৩২১ফতোয়ায়ে তাতারখানিয়া:- ২/২৫১ উত্তর লিখেছেন,মুফতী মোহাম্মদ রাহমাতুল্লাহছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
আরো পড়ুনবিষয়ঃ- জানাযা সংক্রান্ত মাসআলা।ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩, (১০৬)প্রশ্নঃ-জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,জানাযার নামাজে চতুর্থ তাকবীর না বলে সালাম ফিরালে পুনরায় পড়তে হবে কিনা?নিবেদক- আব্দুল্লাহ উত্তরজানাযার নামাজে চার তাকবীর ফরজ। অতএব মাইয়েতের জন্য পুনরায় নামাজ পড়তে হবে। সূত্রঃদুররুল মুখতার ৩/১২৫ফতোয়ায়ে হিন্দিইয়া:- ১/২২৫কিতাবুন নাওয়াজেল:- ৬/১৫৮ উত্তর লিখেছেন,মুফতী মোহাম্মদ সাইফুল ইসলামছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
আরো পড়ুন