ভবিষৎ পরিকল্পনা
ভবিষ্যত পরিকল্পনা
১/ মারকাযের নিজ জায়গায় একটি সুউচ্চ দশ তলা ভবন নির্মাণ।
২/ ১০ তলো বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ।
৩/ শ্রেষ্ট গ্রন্থকার তৈরীর জন্য বিপুল পরিমাণ কিতাব সংগ্রহের মাধ্যমে মারকাযের কুতুব খানাকে সমৃদ্ধকরণ।
৪/ মকতব ও হেফজ বিভাগ থেকে নিয়ে তাকমীল পর্যন্ত বিভাগ গুলো অতি শীঘ্রই চালু করা।
৫/ তাখাছ্ছুসের বাকী বিভাগ গুলোও অতি শীঘ্রই বাস্তবায়োন করা।