Fatwa

আজানে “আসসালাতু খাইরুম মিনান নাউম” ভুলে গেলে কি আজান হয়ে যাবে নাকি আবার দিতে হবে?
বিষয়ঃ- আযান সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(১৩২)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
আজানে “আসসালাতু খাইরুম মিনান নাউম” ভুলে গেলে কি আজান হয়ে যাবে নাকি আবার দিতে হবে? শরীয়তের আলোকে জানিয়ে বাধিত করবেন করবেন।
নিবেদক: আব্দুল্লাহ
উত্তর
ফজরের আজানে আসসালাতু খাইরুম মিনান নাউম বলা মুস্তাহাব তবে কখনো যদি তা ছুটে যায় এতে পুনরায় আযান দেওয়া জরুরী নয়। হ্যাঁ আজানের পরপরই যদি স্মরণ হয় তাহলে উক্ত বাক্য থেকে পুনরায় আজান দিবে অন্যথায় নয়।
সূত্র:
ফতোয়ায়ের শামী:-২/৫৪
কিতাবুন নেওয়াঝেল:- ৩/২৮৭-২৮৮
কিতাবুল ফতোয়া:- ২/১৪২
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ আব্দুল কাদের
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
admin
0