
ইফতা বিভাগ ও উলূমুল হাদীস বিভাগে ২০২৫-২০২৬ইং
ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
ইফতা বিভাগ ও উলূমুল হাদীস বিভাগে ২০২৫-২০২৬ইং
ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
📌 ভর্তি শুরু :- ১৫/০২/২০২৫ইং
📌 উদ্বোধনী ক্লাস :- ০৮/০৪/২০২৫ইং
📌 আবাসিক ভর্তি পরীক্ষা:- ০৯/০৪/২০২৫ ইং
📝 প্রিয় শিক্ষার্থীবৃন্দ! 📝
দাওরা পরবর্তী শিক্ষাবর্ষ তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে প্রয়োজন সঠিক সিদ্ধান্ত ও সুচিন্তিত পরামর্শ। শুধু তাই নয়। নির্বিঘ্নে অধ্যয়ন, ফতোয়া বা উলূমুল হাদীস চর্চা কিংবা অন্য যে কোন ইলমি বিষয়ে দক্ষ হিসেবে নিজেকে গড়ে তোলার এক মোক্ষম সুযোগ। এর জন্য প্রয়োজন যোগ্য ও দক্ষ উস্তাযদের পথ নির্দেশনা। তুমি যদি সত্যিই একজন আদর্শ ইলমি রাহবার ও ফিকহের ভুবনে নিজেকে দক্ষ হিসেবে দেখতে চাও, তাহলে আমাদের এই ছোট্ট ইলমি ভুবনে তোমাকে স্বাগতম।
সবশেষ শিক্ষার্থী বন্ধুদের সমীপে বিনীত আরজ, যারা সময়ের অভাবে মাদ্রাসায় থেকে ইফতা বা উলূমুল হাদীস শেষ করার সুযোগ পাচ্ছেন না। কিংবা বিভিন্ন ব্যস্ততার কারণে এখনো ইফতা বা উলূমুল হাদীস সমাপন করা সম্ভব হয়ে ওঠেনি, তারা নির্ভীঘ্নে আমাদের অনলাইন ইফতা বা উলূমুল হাদীস বিভাগে ভর্তি হয়ে দ্বীনের ফিকহী ও উলূমুল হাদীসের মাহারাত অর্জন করতে পারেন।
আপনি কর্মব্যস্ত, চাকুরীজীবী বা প্রবাসী আলেম ?! মাদরাসায় গিয়ে স্বশরীরে ক্লাস করা সম্ভব নয় কিন্তু ফিকহী মাসয়ালা মাসায়েল বা উলূমুল হাদীস নিয়ে ইলম অর্জনের অদম্য ইচ্ছে ঘুরপাক খাচ্ছে হৃদয়ে ?! আপনার জন্যেই আমরা নিয়ে এসেছি অনলাইন ইফতা ও উলূমুল হাদীস কোর্স। আমরা নামকে ওয়াস্তে ইফতা খুলে বসিনি। আমাদের দিক নির্দেশনা মত যথাযথ মেহনত করলে অবশ্যই ফায়দা অর্জন সম্ভব ইনশাআল্লাহ।
🔰নিয়মিত দরস করাবেন🔰
ফকিহুল মিল্লাত আল্লামা আঃ রহমান সাহেব (রহ) এর সুযোগ্য শাগরিদ
✅ মুফতি মুশতাক আহমাদ আল মাদানী হাফিজাহুল্লাহ।
✅ মুফতী উবাইদুর রহমান হাম্মাদ সাহেব হাফিজাহুল্লাহ।
🔰 এবং নিচের লিংকে গিয়ে গুগল ফরম পূরণ করে ভর্তির কার্যক্রম সমাধান করতে পারবেন।
📄 https://forms.gle/n34NZZwFjBq1Hpia7
♻️ আমাদের বিভাগ সমূহ ♻️
✳️ ইফতা বিভাগ (মানহাজের PDF দেখতে এই লিংকে চাপুন = https://drive.google.com/file/d/1VgTanHUhDDs39Ju9_0Z1VrEeW-GWUU1p/view?usp=drive_link
✳️ইফতা বিভাগ (মানহাজের Video দেখতে এই লিংকে চাপুন =
https://youtu.be/ETkodIrtHJc?si=OMCLio-TngdJIPOm
✳️ উলুমুল হাদীস (মানহাজের PDFদেখতে এই লিংকে চাপুন =https://drive.google.com/file/d/1fcJMbaBDWiKnVVid8aOrQ59pXRqqdO-W/view?usp=drive_link
✳️ উলুমুল হাদীস (মানহাজের Video দেখতে এই লিংকে চাপুন =
https://youtu.be/ULQT86_Fivc?si=50DDnz2cr2q7Z0YU
📌 ভর্তির জন্য প্রয়োজনীয় বিষয় 📌
✳️ ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন।
✳️ তাকমীল অথবা কামিলের রেজাল্ট। যাদের ২০২৫ সালের রেজাল্ট প্রকাশ পায়নি তাদের মেশকাতের ফলাফল ও দাওরা হাদিসের পরীক্ষার প্রবেশপত্র দিতে হবে।
✳️ ভর্তি ফি 2500/- টাকা।
✳️ মাসিক বেতন 1000/-টাকা।
✳️ আবাসিক বেতন 3000/-
🟩 বিঃদ্রঃ অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড় রয়েছে
✡️ যেভাবে ভর্তি হতে পারবেন ✡️
🔰 যারা ভর্তি হতে আগ্রহী, তারা নিজেদের এন আইডি/জন্মনিবন্ধন এর এক কপি ছবি এবং দাওরার অথবা কামিলের রেজাল্ট হোয়াটস অ্যাপে দিন। আর ভর্তি ফি ও চলতি মাসের বেতন বাবদ 3500/- টাকা প্রদান করুন।
♻️ আমাদের বৈশিষ্ট সমূহ ♻️
✅ বাংলাদেশে আমরাই প্রথম কওমি অঙ্গনে ২০২০ সালে অনলাইনে পাঠদান শুরু করেছি।
✅ এক বছর মেয়াদী ইফতা ও উলূমুল হাদীস বিভাগ ( ২য় বছর ঐচ্ছিক)।
✅ দা’ওয়াহ বিভাগ অতি তাড়াতাড়ি খোলার পরিকল্পনা চলছে।
✅ ইসলামী অর্থনীতির আধুনিক মাসআলা সহজ ভাষায় পাঠদান।
✅ “রেজাল্ট” মারকাযের ওয়েবসাইটে, ফেসবুক পেজে, whatsapp গ্রুপে, ও ইউটিউব চ্যানেলে জামাতওয়ারী পাবলিশ।
✅ সারা বছর সকল ক্লাসের ভিডিও ইউটিউবে দেওয়া হয়। এই পর্যন্ত আমরা প্রায় দুই হাজার ক্লাসের ভিডিও প্লেলিস্ট আকারে আপলোড করেছি।
✅ প্রত্যেক ছাত্রের মাঝে ফিকহের মেজাজ ও তাহকীকের মাদ্দা তৈরি করার সার্বক্ষণিক মেহনত।
✅ এই পর্যন্ত বাংলাদেশের ৬৪ জেলার ছাত্র অত্র মারকায থেকে ফারেগ হয়েছেন।
✅ বাংলাদেশের স্বনামধন্য ইফতা বিভাগের মুফতি সাহেবদের মাধ্যমে বিভিন্ন ফিকহি সেমিনার।
✅ বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান এর উপর তাত্বিক পর্যালোচনা মুলক মাসিক বিশেষ মুহাযারার ব্যাবস্থা করা হবে ইনশা আল্লাহ।
✅ সাথে সাথে উসুলুল ফিকহ, কাওয়াইদুল ফিকহ, মাকাসিদুস শারিয়াহকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ইনশা আল্লাহ।
✅ ফিকহে ইসলামীর অন্যতম কিতাব রদ্দুল মুহতার এর উল্লেখযোগ্য অধ্যায় সমূহ সহজ পদ্ধতিতে পাঠদান।
✅ আসাতিযায়ে কিরামের সার্বক্ষণিক নেগরানী ও মেহনত।
✅ নিয়মিত হাজিরা এবং ক্লাসে উপস্থিতি ও ভালো রেজাল্টের পুরস্কার।
✅ সমস্ত পরীক্ষা অনলাইনে। তবে সশরীরে অফলাইনের ছাত্রদের সাথে পরীক্ষা দেয়ারও সুযোগ রয়েছে।
✅ ছুটির দিন ছাড়া সপ্তাহে ৬ দিন ক্লাস (ফজরের পরে সকাল ৬টা থেকে ৮০ মিনিট আর এশার পরে ৯টা থেকে ৮০ মিনিট।
✅ হাতে কলমে ফারায়েজ এবং নামাজ ও রোজার ক্যালেন্ডার তৈরীর বিশেষ প্রশিক্ষণ।
✅ দারসী ও গায়রে দারসী কিতাবের পিডিএফ প্রদান।
✅ দারস অনুষ্ঠিত হয় জুম অ্যাপের মাধ্যমে।
✅ সংশোধিত ফতোয়া ফেসবুক ওয়েবসাইটে প্রকাশ।
✅ ব্যাপক তামরীনের মাধ্যমে ফতোয়া এবং আধুনিক মাসআলার উপর দক্ষতা অর্জন।
✅ হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্বক্ষণিক সহযোগিতা।
✅ আধুনিক মাসয়ালা সমূহ বিশেষ তামরীনের মাধ্যমে হল করানো হয়।
✅ বছর শেষে সমাপনি অনুষ্ঠানে বরেণ্য উলামায়ে কিরামের মাধ্যমে সনদ, মার্কশিট, পাগড়ি ও পুরস্কার প্রদান।
🔰 যারা সরাসরি মাদরাসায় এসে ভর্তি হতে চান, তারা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করে মাদরাসায় আসতে পারেন।
☎️ যোগাযোগ নাম্বার:
মুফতি মুশতাক আহমাদ আলী মাদানী হাফিজাহুল্লাহ:- 01914-737599, 01631548603,
সালমান ফারসী:- 01790862471,
মুফতী মোহাম্মদ আলী:- 01640501953
মুফতী আসাদুল্লাহ:- 01902-222791
☎️ 01914737599 (whatsapp)
☎️ 01631548603 (whatsapp)
❇️ কোর্স ফি প্রদানের জন্য ❇️
➡️ বিকাশ নাম্বার: ০১৬৩১৫৪৮৬০৩
➡️ রকেট নাম্বার: ০১৬৩১৫৪৮৬০৩-৬
➡️ নগদ নাম্বার: ০১৯১৪৭৩৭৫৯৯
★★আরজগুজার★★
মুফতী মুশতাক আহমদ আল মাদানী হাফিজাহুল্লাহ
প্রতিষ্ঠাতা পরিচালক:- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
📨 যাতায়াত:
ঢাকার যেকোন জায়গা থেকে কমলাপুর রেলস্টেশন অথবা সায়েদাবাদ কিংবা ইত্তেফাক মোড় হয়ে মানিকনগর বিশ্বরোড স্টার লাইন কাউন্টারের পাশে ১০১ ইসলাম মঞ্জিল, মিয়াজান লেন ‘মারকাযুল ফিকরি ওয়াদ দাওয়াহ’ মাদরাসা, (হাজি বিল্লাল হোসেন সাহেবের বাড়ি, ২য় তলা) ঢাকা -1203।
☎️ *যোগাযোগ নাম্বার:*
মুফতি মুশতাক আহমাদ আলী মাদানী হাফিজাহুল্লাহ:- 01914-737599, 01631548603,
সালমান ফারসী:- 01790862471,
মুফতী মোহাম্মদ আলী:- 01640501953
মুফতী আসাদুল্লাহ:- 01902-222791