Fatwa

ইসলাম গ্রহণের জন্য পাক পবিত্র হওয়া শর্ত কিনা?
বিষয়ঃ আকিদা সংক্রান্ত ফতোয়া বিভাগ মারকাযুল ফিকরি ওয়াদ দাওয়াহ ,
মানিকনগর ঢাকা ১২০৩
(১৪২) প্রশ্ন: ইসলাম গ্রহণের জন্য পাক পবিত্র হওয়া শর্ত কিনা?
উত্তর:
ইসলাম গ্রহণ করার জন্য পাক-পবিত্র হওয়া শর্ত নয়, তবে পাক পবিত্র হওয়া মুস্তাহাব। কিন্তু জানাবাত অবস্থায় যদি ইসলাম গ্রহণ করে তাহলে গোসল করা ওয়াজিব।
সূত্র
দুররুল মুখতার১/৩৩৮
ফতহুল ক্বদীর১/৬৯
আল বাহরুর রায়েক১/১২০
বাদাউস সানায়ে১/১৪১
ফতোয়ায়ে আলমগীরিয়া ১/২৭
নিবেদক
আব্দুল্লাহ
লেখক:
মুফতী মোস্তাকিম বিল্লাহ কিশোরগঞ্জী
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দাওয়াহ মানিকনগর ঢাকা ১২০৩
admin
0