Fatwa
জানাযার নামাজ পড়া ছাড়াই মাইয়্যেতকে দাফন করা হয়েছে। তাহলে এখন কি ওই কবরের উপর জানাজার নামাজ পড়া জায়েজ?
বিষয়ঃ মৃত্যু সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগ:- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিকনগর, ঢাকা-১২০৩
(৯৩) প্রশ্নঃ
জনাব মুফতী সাহেব! আমার জানার বিষয় হলো যে, জানাযার নামাজ পড়া ছাড়াই মাইয়্যেতকে দাফন করা হয়েছে। তাহলে এখন কি ওই কবরের উপর জানাজার নামাজ পড়া জায়েজ? অনুগ্রহ করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানিয়ে বাধিত করবেন।
উত্তরঃ-
প্রশ্নেবর্ণিত সুরতে যতক্ষণ পর্যন্ত মৃতদেহ ফেটে যাওয়ার আশঙ্কা না হয় ততক্ষণ পর্যন্ত ওই কবরের উপর জানাজার নামাজ পড়া যাবে।
সূত্রঃ
কিতাবুল মাসায়েল:- ২/৯০
ফাতহুল কদীর :- ২/১২৪-১২৫
বাহারুর রায়েক:- ২/৩১৯-৩২০
উত্তর লেখক :
মুফতী মোঃ মাসুউদুর রহমান
ছাত্র:- মারকাযুল ফিকরি ওয়াদা দা’ওয়াহ, মানিকনগর, ঢাকা-১২০৩
admin
0