• +88 01914737599
  • markazul.bd@gmail.com
  • মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা- ১২০৩
Fatwa
তালাক প্রসঙ্গ : একদিন আমার স্ত্রী রাগ করে তার বাবার বাড়ি চলে গেল

তালাক প্রসঙ্গ : একদিন আমার স্ত্রী রাগ করে তার বাবার বাড়ি চলে গেল

আপনি যা জানতে চেয়েছেন
ফতোয়া বিভাগ : মারকাযুল ফিকরি ওয়াদ দা‘ওয়াহ
গোপীবাগ, ঢাকা-১২০৩
তালাক প্রসঙ্গ :
মাওলানা আব্দুল হালীম
জামালপুর।
প্রশ্ন : ১
আসসালামু আলাইকুম,
হুজুর মাসআলাটা এরকম।একদিন আমার স্ত্রী রাগ করে তার বাবার বাড়ি চলে গেল, অনেক দিন হয়ে যায় আর আসেনা, তো আমি একটু রেগে গিয়ে তার বাবাকে ফোন দিয়ে বল্লাম এক সপ্তাহের মধ্যে আপনার মেয়েকে দিয়ে যাইবেন সে আমাকে প্রতিউত্তরে বললো যদি না দিয়ে যাই তাহলে কি হইবো, আমি বল্লাম ডিভোর্স হইবো ডিভোর্স, তারপরদিন আমার এক বন্ধু আমার পরিবারের কথা জিগ্যেস করলো, বন্ধুকে বল্লাম ওর বাবাকে ফোন দিয়েছিলাম, বলছি যে এক সপ্তাহের মধ্যে দিয়া যাইতে নয়তো উনার মেয়েকে ডিভোর্স দিয়া দিমু, পরে আমার খেয়াল হলো যে দুইটা কথার মাঝে একটু ব্যতিক্রম আছে, তবে আমার উদ্দেশ্য ছিল বভিষ্যতের দিকে, এখন এর দ্বারা কোন ক্ষতি হবে কি?
উত্তর :
সকল দেশেই ইংরেজী (divorce) ডিভর্স শব্দটি শুনলেই সকলেই তালাকই বুঝে। তাই (divorce) ডিভর্স শব্দটি তালাকে ছরীহ এর অন্তরভুক্ত। অতএব প্রশ্নে বর্ণিত অবস্থায় যদি আপনার স্ত্রী এক সপ্তাহর মধ্যে আপনার বাড়িতে এসে যায়, তাহলে কোন ধরণের তালাক হবে না। আর যদি এক সপ্তাহের মধ্যে না আসে, তাহলে দুই তালাক পতিত হয়ে যাবে। সুতরাং ইদ্দাত শেষ হওয়ার পূর্বেই রজা‘আত করলে, তাকে নিয়ে সংসার করতে কোন ধরণের বাঁধা নেই । আর বন্ধুর প্রশ্নের জবাবে যা বলা হয়েছে তার দারা কোন ধরণের তালাক পতিত হবে না।
সূত্র:
হেদায়া ২/৩৬৫, ফাতাওয়া আলমগীরি ১/৪২০, ফাতাওয়ায়ে শামী ২/ ৪৬০, ফাতাওয়ায়ে উসমানী ২/৩৯০, এমদাদুল ফাতাওয়া ২/৪৪২, ফাতাওয়ায়ে মাহমূদিয়া ১৯/১২১, ফাতাওয়ায়ে হক্বানিয়াহ্ ৪/৪৭৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *