admission

নূরানী ও নাযেরা বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি
ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে !!!

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্

প্রিয় সচেতন অভিভাবকবৃন্দ 




আমরা কী পড়বো? কুরআনে কী পড়ার কথা বলা হয়েছে? তার উত্তর খুঁজতে গেলেই আমরা দেখতে পাই, রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়”।







আমাদের রয়েছে দ্বীনি শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বিত পাঠদান পদ্ধতি। তাই বর্তমান করোনা মহামারীর এই দুর্যোগকালীন সময়ে যারা সন্তানের পড়াশুনা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, তারা অনায়েসেই আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন।

★শাইখুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন (রহ:) প্রবর্তিত নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ ও ঐতিহ্যবাহী তেজগাঁও রেলওয়ে নূরানী মাদরাসার সমন্বিত সিলেবাস অধিভুক্ত।
★আরবীর পাশাপাশি আধুনিক বিষয়গুলোতেও সর্বাধিক গুরুত্বের সাথে উচ্চমানের শিক্ষার ব্যবস্থা।
★ যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান।
★দেশ বরেন্য শাইখুল কুররা ও শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের দিক-নির্দেশনায় পরিচালিত।
★ দুই বছরে নূরানী সম্পন্ন করে হিফয-এর জন্য উপযোগী করে গড়ে তোলা।
★ সহজভাবে এবং সল্প সময়ে নূরানী নাযেরা সমাপ্ত করনে বিশেষ গুরুত্ব প্রদান।
★ঢাকার প্রাণকেন্দ্রে মতিঝিলের পাশেই অবস্থিত।
★ দুর্বল ও অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ পর্যবেক্ষণে পাঠদানের ব্যবস্থা।
★ নিজস্ব জমি ও ভবনে মনোরম নিরিবিলি পরিবেশে মানসম্পন্ন শিক্ষা,আবাসন ও খাবারের ব্যবস্থা।
★ উস্তাযগনের তত্বাবধানে সার্বক্ষণিক নিরপত্তা প্রদান।
★ শারীরিক ও মানসিক শাসন মুক্ত পাঠদান।
★ শিশুদের উপযোগী সাস্থ্য সম্মত পরিবেশ।
★ ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে নির্দিষ্ট ইউনিফর্ম।
★ গরীব ও এতিম ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা।
সুতরাং আর দেরী না করে আপনার সন্তান বা পরিচিত আপনজনদের সন্তানকে, ইসলামী আদর্শে কুরআনুল কারীমের হাফেজ/হাফেজা হিসেবে গড়ে তুলতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কিংবা আমাদের পেইজের ইনবক্সে মেসেজ করুন।

★ কর্মব্যস্ত ব্যবসায়ী জেনারেল শিক্ষিতদের জন্য এক বছরে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও দ্বীনি জরুরি মাসাআলা শিক্ষা প্রদান।
★ বয়স্কদের ক্লাসের সময় বাদ এশা থেকে ১০টা পর্যন্ত।

















দেশের যেকোনো স্থান হতে সায়েদাবাদ কমলাপুর রোডে, মানিকনগর বিশ্বরোড নেমে স্টার লাইন কাউন্টারের পাশে মিয়াজান লেন, ১০১ ইসলাম মঞ্জিল। (দ্বিতীয় তলা)



admin
0