• +88 01914737599
  • markazul.bd@gmail.com
  • মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা- ১২০৩
admission
নূরানী ও নাযেরা বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি

নূরানী ও নাযেরা বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে !!!
📝আদর্শ নূরানী নাজেরা ও বয়স্ক নৈশ বিভাগে ভর্তি চলছে।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্❤
প্রিয় সচেতন অভিভাবকবৃন্দ ❤💓
📕মহান ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীমের সূচনা হয়েছে “পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন” পবিত্র এই বাণী দিয়ে। এতে আমরা সহজে বুঝতে পারি পড়ার গুরুত্ব অপরিসীম।
আমরা কী পড়বো? কুরআনে কী পড়ার কথা বলা হয়েছে? তার উত্তর খুঁজতে গেলেই আমরা দেখতে পাই, রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়”।
📖কুরআনের প্রথম শিক্ষানুযায়ী আমাদের পড়াশোনার কোন বিকল্প নেই। ঠিক তেমনি ভাবে হাদিসের ভাষ্যমতে, সর্বোত্তম মানুষ হওয়ার জন্য কুরআনি শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
🎙আলহামদুলিল্লাহ। সেই লক্ষ্য সামনে নিয়ে দেশের শীর্ষস্থানীয় শাইখুল কুররা ও ওলামায়ে কেরাম-এর পরামর্শে ও তত্বাবধানে নব চিন্তার দ্বার উন্মুক্ত করে এগিয়ে এসেছে “মেহেরুন নেছা হাফিজিয়া” মাদরাসা।
🕌নূরানী ও নাজেরা বিভাগ
🎓আপনার সন্তানকে সুশিক্ষিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা ও মেহনত করে যাচ্ছেন একঝাঁক তরুণ, মেধাবী ও পরিশ্রমী আলেমে দ্বীন।
📖🖋📝আমরা নিশ্চিত করছি, আপনার সন্তানের ইসলামী ও আধুনিক শিক্ষার পাশাপাশি আরবী, বাংলা, অংক এবং ইংরেজিতে সমান গুরুত্ব প্রদান করত: অত্যাধুনিক সিলেবাসে প্রশিক্ষণ প্রাপ্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান।
আমাদের রয়েছে দ্বীনি শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বিত পাঠদান পদ্ধতি। তাই বর্তমান করোনা মহামারীর এই দুর্যোগকালীন সময়ে যারা সন্তানের পড়াশুনা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, তারা অনায়েসেই আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন।
📃আমাদের বৈশিষ্ট্য
★শাইখুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন (রহ:) প্রবর্তিত নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ ও ঐতিহ্যবাহী তেজগাঁও রেলওয়ে নূরানী মাদরাসার সমন্বিত সিলেবাস অধিভুক্ত।
★আরবীর পাশাপাশি আধুনিক বিষয়গুলোতেও সর্বাধিক গুরুত্বের সাথে উচ্চমানের শিক্ষার ব্যবস্থা।
★ যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান।
★দেশ বরেন্য শাইখুল কুররা ও শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের দিক-নির্দেশনায় পরিচালিত।
★ দুই বছরে নূরানী সম্পন্ন করে হিফয-এর জন্য উপযোগী করে গড়ে তোলা।
★ সহজভাবে এবং সল্প সময়ে নূরানী নাযেরা সমাপ্ত করনে বিশেষ গুরুত্ব প্রদান।
★ঢাকার প্রাণকেন্দ্রে মতিঝিলের পাশেই অবস্থিত।
★ দুর্বল ও অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ পর্যবেক্ষণে পাঠদানের ব্যবস্থা।
★ নিজস্ব জমি ও ভবনে মনোরম নিরিবিলি পরিবেশে মানসম্পন্ন শিক্ষা,আবাসন ও খাবারের ব্যবস্থা।
★ উস্তাযগনের তত্বাবধানে সার্বক্ষণিক নিরপত্তা প্রদান।
★ শারীরিক ও মানসিক শাসন মুক্ত পাঠদান।
★ শিশুদের উপযোগী সাস্থ্য সম্মত পরিবেশ।
★ ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে নির্দিষ্ট ইউনিফর্ম।
★ গরীব ও এতিম ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা।
সুতরাং আর দেরী না করে আপনার সন্তান বা পরিচিত আপনজনদের সন্তানকে, ইসলামী আদর্শে কুরআনুল কারীমের হাফেজ/হাফেজা হিসেবে গড়ে তুলতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কিংবা আমাদের পেইজের ইনবক্সে মেসেজ করুন।
🎤বয়স্ক নৈশ বিভাগ
★ কর্মব্যস্ত ব্যবসায়ী জেনারেল শিক্ষিতদের জন্য এক বছরে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও দ্বীনি জরুরি মাসাআলা শিক্ষা প্রদান।
★ বয়স্কদের ক্লাসের সময় বাদ এশা থেকে ১০টা পর্যন্ত।
🗒ভর্তি তথ্য
🗓 কোটা পূরণ সাপেক্ষে ১১ ডিসেম্বর ২০২০ হতে ২৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।
💵ফি সংক্রান্ত তথ্য
📝ভর্তি ফরম ১০০/- টাকা মাত্র
💰ভর্তি ফি ২৯০০/- টাকা মাত্র
💰মাসিক বেতন (আবাসিক) ১২০০/-
💰মাসিক বেতন (অনাবাসিক) ১৫০০/-
🗓 মাসিক খাবার খরচ: ২৫০০/-
📜ভর্তি পদ্ধতি
🖋১১ ডিসেম্বর হতে ২৪ ডিসেম্বর-২০২০ এই সময়ের মধ্যে সরাসরি মাদরাসায় এসে ফরম সংগ্রহ করে ভর্তি সহ সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।
🎙️ক্লাস শুরু ১লা জানুয়ারী-২০২১
☎যোগাযোগ
📞০১৯১৪-৭৩৭৫৯৯ (পরিচালক)
📞০১৯৪৭-৯৮০৯০১ (শিক্ষাসচিব)
📞০১৬২৮-৩৩৯৩৬২ (অফিস প্রধান)
🏢 ঠিকানাঃ ১০১ ইসলাম মঞ্জিল, মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা ১২০৩।
🛣 যাতায়াত
দেশের যেকোনো স্থান হতে সায়েদাবাদ কমলাপুর রোডে, মানিকনগর বিশ্বরোড নেমে স্টার লাইন কাউন্টারের পাশে মিয়াজান লেন, ১০১ ইসলাম মঞ্জিল। (দ্বিতীয় তলা)
📧 ইমেইলঃ markazul.bd@gmail.com
🔍ফেসবুক পেজ : মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ
🌍 ওয়েবসাইটঃ markazulfikri.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *