Fatwa
প্রতিনিয়ত পেশাবের ফোঁটা ঝরতে থাকে, এই অবস্থায় আমি নামাজ কিভাবে আদায় করবো?
বিষয়ঃ পবিত্রতা সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগ:- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিকনগর ঢাকা ১২০৩
(৭৮) প্রশ্নঃ
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো, আমার প্রতিনিয়ত পেশাবের ফোঁটা ঝরতে থাকে, এই অবস্থায় আমি নামাজ কিভাবে আদায় করবো?
নিবেদক:- মোঃ আব্দুল্লাহ
উত্তরঃ-
এই ধরনের ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন অযু করে নামাজ আদায় করবে, অযু ভঙ্গের অন্য কোন কারণ না দেখা দিলে পুরো ওয়াক্তই উক্ত অযু বহাল থাকবে।
সূত্রঃ
বাহরুর রায়েক ১/৩৭৩
ফতোয়ায়ে হিন্দিয়া ১/৯৫
ফাতহুল কাদির ১/১৮১
লেখক :
মুফতী মোঃ রাকিবুল হাসান
ছাত্র:- মারকাযুল ফিকরি ওয়াদা দা’ওয়াহ মানিকনগর ঢাকা ১২০৩
See less
admin
0