• +88 01914737599
  • markazul.bd@gmail.com
  • মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা- ১২০৩
Fatwa
প্রতিনিয়ত পেশাবের ফোঁটা ঝরতে থাকে, এই অবস্থায় আমি নামাজ কিভাবে আদায় করবো?

প্রতিনিয়ত পেশাবের ফোঁটা ঝরতে থাকে, এই অবস্থায় আমি নামাজ কিভাবে আদায় করবো?

বিষয়ঃ পবিত্রতা সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগ:- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিকনগর ঢাকা ১২০৩

(৭৮) প্রশ্নঃ
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো, আমার প্রতিনিয়ত পেশাবের ফোঁটা ঝরতে থাকে, এই অবস্থায় আমি নামাজ কিভাবে আদায় করবো?
নিবেদক:- মোঃ আব্দুল্লাহ

উত্তরঃ-
এই ধরনের ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন অযু করে নামাজ আদায় করবে, অযু ভঙ্গের অন্য কোন কারণ না দেখা দিলে পুরো ওয়াক্তই উক্ত অযু বহাল থাকবে।

সূত্রঃ
বাহরুর রায়েক ১/৩৭৩
ফতোয়ায়ে হিন্দিয়া ১/৯৫
ফাতহুল কাদির ১/১৮১

লেখক :
মুফতী মোঃ রাকিবুল হাসান
ছাত্র:- মারকাযুল ফিকরি ওয়াদা দা’ওয়াহ মানিকনগর ঢাকা ১২০৩ 

See less

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *