• +88 01914737599
  • markazul.bd@gmail.com
  • মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা- ১২০৩
Fatwa
বৈদেশিক মুদ্রা লেনদেন, গুরুত্বপূর্ণ মাসআলা

বৈদেশিক মুদ্রা লেনদেন, গুরুত্বপূর্ণ মাসআলা

বিষয়ঃ বৈদেশিক মুদ্রা সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগ:- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিকনগর ঢাকা ১২০৩


(৭৯) প্রশ্নঃ
জনাব মুফতী সাহেব, আমার ভাই সৌদি আরব থাকে, সেই এক ব্যক্তিকে ৫০০ রিয়াল দিল যা বাংলাদেশ হিসেবে বর্তমানে ১১,০০০/- টাকা, এই শর্তে যে চার মাস পরে তাকে ১৫,০০০/- বাংলাদেশী টাকা দিতে হবে। এখন আমার জানার বিষয় হলো, দুই দেশের টাকা কম বেশি করে ক্রয়-বিক্রয় করা জায়েজ আছে কিনা?
মোঃ মোজাম্মেল হোসাইন

উত্তরঃ-
ভিনদেশী দুই মুদ্রার মধ্যে পরস্পরে লেনদেনে কম বেশি করা যাবে।

সূত্রঃ
বুখারী ১/২৯০
ফতোয়ায়ে শামী:- ৭/ ৪০৪ – ৪০৩
কিতাবুন নাওয়াঝেল:- ১১/৮৭

লেখক :
মুফতী মোঃ মোজাম্মেল হোসাইন
ছাত্র:- মারকাযুল ফিকরি ওয়াদা দা’ওয়াহ মানিকনগর ঢাকা ১২০৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *