• +88 01914737599
  • markazul.bd@gmail.com
  • মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা- ১২০৩
Fatwa
মসজিদের “মাইক” আজান ছাড়া অন্য কাজে ব্যবহার করা বৈধ কিনা ?

মসজিদের “মাইক” আজান ছাড়া অন্য কাজে ব্যবহার করা বৈধ কিনা ?

বিষয়ঃ- আযান সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,

(১৩৪)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
মসজিদের “মাইক” আজান ছাড়া অন্য কাজে ব্যবহার করা বৈধ কিনা ? অনুগ্রহ করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: আব্দুল্লাহ

উত্তর
মসজিদের মাইক দিয়ে ঘোষণা করে বিনিময় গ্রহণ করা জায়েজ যদি বিনিময়টা মসজিদের কল্যাণার্থে হয়। তবে এক্ষেত্রে শর্ত হল স্পিকার এবং মাইক সরিয়ে মসজিদের সীমানার বাইরে হতে হবে।

সূত্র:
ফতোয়ায়ে শামী:- ৬/৬৬০
কিতাবুন নেওয়াঝেল:- ১৩/৪৪০
ফতোয়ায়ে হিন্দিইয়া:- ২/৪১৩

উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ মাসউদুর রহমান
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *