Fatwa

মসজিদে কেরোসিন তেল দ্বারা হারিকেন জালানো জায়েজ কি না?
বিষয়ঃ- আযান সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(১৩৫)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
মসজিদে কেরোসিন তেল দ্বারা হারিকেন জালানো জায়েজ কি না? অনুগ্রহ করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: আব্দুল্লাহ
উত্তর
যদি আলো জালানোর অন্য কোন ব্যবস্থা না থাকে এবং তেলের দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা না থাকে সেক্ষেত্রে জায়েজ হবে। অন্যথায় মাকরুহে তাহরীমী হবে।
সূত্র:
সুনানে তিরমিজি:- ২/৩। ১৮০
ফতোয়ায়ে কাসেমিয়া:- ১৩/৪৪০
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ মাসউদুর রহমান
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
admin
0