মালিক ও কর্মচারীর গুরুত্বপূর্ণ মাসআলা
বিষয়ঃ জায়েজ-নাজায়েজ সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগ:- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিকনগর ঢাকা ১২০৩
(৭৫) প্রশ্নঃ
কেউ তার কর্মচারীকে গাড়ির কাগজ করতে পাঠিয়েছে তিন হাজার টাকা দিয়ে, উল্লেখ্য কাগজ করতে তিন হাজার টাকাই লাগে, ঘটনা ক্রমে যাকে দিয়ে পাঠিয়েছে অফিসের লোক তার পরিচিত হওয়ার কারণে দুই হাজার টাকা নিয়ে এক হাজার টাকা ফেরত দিয়েছে। এখন এই ব্যক্তির জন্য এক হাজার টাকা রেখে দেওয়া বৈধ হবে ? না কি গাড়িওয়ালা কে দিয়ে দিতে হবে?
নিবেদক:- মোঃ কাউসার আহমাদ
উত্তর :
প্রশ্নোক্ত অবস্থায় কর্মচারীর জন্য ১০০০ টাকা গ্রহণ করা বৈধ না। তাই উক্ত টাকা অনতিবিলম্বে মালিকের কাছে ফেরত দিতে হবে। তবে মালিকের পক্ষ থেকে উক্ত ভাবে নেওয়ার অনুমতি থাকলে নিতে পারবে।
সূত্র
বাহারুর রায়েক:- ৭/১৪
কিতাবুল ফাতাওয়া:- ১০/৩০৭
লেখক :
মুফতী মোঃ কাউসার আহমাদ
ছাত্র:- মারকাযুল ফিকরি ওয়াদা দা’ওয়াহ মানিকনগর ঢাকা ১২০৩