• +88 01914737599
  • markazul.bd@gmail.com
  • মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা- ১২০৩
Fatwa
মুরগির ফার্মে যাকাত ওয়াজিব হবে কিনা?

মুরগির ফার্মে যাকাত ওয়াজিব হবে কিনা?

বিষয়ঃ যাকাত সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগ:- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিকনগর, ঢাকা-১২০৩

(৯১) প্রশ্নঃ
জনাব মুফতী সাহেব! আমার জানার বিষয় হল যে, মুরগির ফার্মে যাকাত ওয়াজিব হবে কিনা?
নিবেদক :- মোহাম্মদ আবদুল্লাহ

উত্তরঃ-
মুরগির ফার্মে যদি মুরগি ব্যবসার নিয়তে লালন-পালন করে থাকে তাহলে ব্যবসায়ী পণ্য হিসেবে তার উপর যাকাত ওয়াজিব হবে। অন্যথায় যাকাত ওয়াজিব হবে না।

সূত্রঃ
দুররুল মুখতার:- ৩/ ১৯০-১৯৪
রদ্দুল মুহতার:- ৩/১৮৩
কিতাবুল মাসায়েল:- ২/২১৯

উত্তর লেখক :
মুফতী মোঃ নাজমুল ইসলাম
ছাত্র:- মারকাযুল ফিকরি ওয়াদা দা’ওয়াহ, মানিকনগর, ঢাকা-১২০৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *