Fatwa
মৃতস্ত্রীকে স্বামীর গোসল করানোবৈধ কিনা ?
বিষয়ঃ- মৃত্যু সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(১০০)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো, কোন ব্যক্তির স্ত্রী মৃত্যুবরণ করেছে এখন কি স্বামী তার মৃত স্ত্রীকে গোসল দিতে পারবে? অনুগ্রহ করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিষয়টি জানিয়ে বাধিত করবেন।
নিবেদক- আব্দুল্লাহ
উত্তর
জায়েজ নেই
সূতঃ
দুররুল মুখতার ৩/৯০
ফতোয়ায়ে কাসিমিয়া:- ৯/৫৭১-৫৭২
ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৫/২৪৯
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ মাসউদুর রহমান
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
admin
0