Fatwa
মৃত বাচ্চা জন্ম নিলে তাকে গোসল দিতে হবে কিনা?
বিষয়ঃ যাকাত সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগ:- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিকনগর, ঢাকা-১২০৩
(৯২) প্রশ্নঃ
জনাব মুফতী সাহেব! আমার জানার বিষয় হলো যে, মৃত বাচ্চা জন্ম নিলে তাকে গোসল দিতে হবে কিনা? ও জানাজার নামাজ পড়তে হবে কিনা? অনুগ্রহ করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানিয়ে বাধিত করবেন।
উত্তরঃ-
প্রশ্নেবর্ণিত সুরতে মৃত বাচ্চাকে গোসল দেওয়া হবে।তবে জানাজার নামাজ পড়া হবে না।
সূত্রঃ
দুররুল মুখতার:- ৩/১২৯-১৩১
ফতোয়ায়ে কাসেমিয়া:- ৯/৭০৭
বাহারুর রায়েক:- ২/৩২৯
উত্তর লেখক :
মুফতী মোঃ মাসুউদুর রহমান
ছাত্র:- মারকাযুল ফিকরি ওয়াদা দা’ওয়াহ, মানিকনগর, ঢাকা-১২০৩
admin
0