• +88 01914737599
  • markazul.bd@gmail.com
  • মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা- ১২০৩
Fatwa
মৃত ব্যাক্তির নামাজের কাফফারা কত টাকা ?

মৃত ব্যাক্তির নামাজের কাফফারা কত টাকা ?

বিষয়ঃ- নামাজ সংক্রান্ত মাসআলা ।
ফতোয়া বিভাগ:- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিকনগর ঢাকা ১২০৩

(৮০) প্রশ্নঃ
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো, মৃত ব্যাক্তির এক দিনের কিংবা এক বছরের পাঁচ ওয়াক্ত নামাজের কাফফারা কত টাকা?
নামঃ আব্দুল্লাহ

উত্তরঃ-
যদি মৃত ব্যক্তি তার সম্পদ থেকে তার নামাযের কাফফারা আদায়ের জন্য অসিয়ত করে যায়, আর তার নিজের মালও ছিল। তাহলে তার এক তৃতীয়াংশ সম্পদ থেকে কাফফারা আদায় করতে হবে।
আর যদি তার কোন সম্পদ না থাকে, বা সে মাল রেখে গেছে কিন্তু কোন কাফফারা আদায়ের অসিয়ত করে যায়নি। তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কাফফারা আদায় করা আত্মীয়দের উপর জরুরী নয়। তবে স্বজনদের কাফফারা আদায় করে দেয়াই উত্তম। এর দ্বারা মৃত ব্যক্তি শান্তি পায়।
কাফফারার পরিমাণ হল, প্রতিদিন বিতরসহ ছয় ওয়াক্ত নামায হিসেব করে প্রত্যেক ওয়াক্তের জন্য পৌনে দুই সের গম বা আটা অথবা এর বাজার মূল্য গরীব মিসকিনকে মালিক বানিয়ে দিতে হবে। অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরীবকে দুই বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়াতে হবে।
টাকার পরিমাণ হিসাব করলে এক ওয়াক্তের জন্য ১০০ টাকা করে দৈনিক ছয় ওয়াক্তের জন্য ৬০০ টাকা কাফফারা দিয়ে দিবে।

সূত্রঃ
আদ্দুরল মুখতার ২/২৭
রদ্দুল মুহতার ২/৯৫
ফতোয়ায়ে হাবিবিয়া ২/১৬৩

লেখক :
মুফতী মোঃ রাকিবুল হাসান
ছাত্র:- মারকাযুল ফিকরি ওয়াদা দা’ওয়াহ মানিকনগর ঢাকা ১২০৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *