• +88 01914737599
  • markazul.bd@gmail.com
  • মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা- ১২০৩
Fatwa
মেসওয়াক না থাকাবস্থায় শাহাদাত আঙ্গুল দ্বারা মেসওয়াক করলে মেসওয়াকের সুন্নাত আদায় হবে কি ?

মেসওয়াক না থাকাবস্থায় শাহাদাত আঙ্গুল দ্বারা মেসওয়াক করলে মেসওয়াকের সুন্নাত আদায় হবে কি ?

বিষয়ঃ- পবিত্রতা প্রসঙ্গে।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ মানিকনগর, ঢাকা ১২০৩,

নামঃ-রাকিব ৷

(৯৬)প্রশ্নঃ-

জনাব মুফতি সাহেব আমার জানার বিষয় হলো,
মেসওয়াক না থাকাবস্থায় শাহাদাত আঙ্গুল দ্বারা মেসওয়াক করলে মেসওয়াকের সুন্নাত আদায় হবে কি ?

উত্তরঃ-
হ্যাঁ আদায় হবে, চাই শাহাদাত আঙ্গুল দ্বারা করুক বা অন্য আঙ্গুল দ্বারা করুক। তবে মেসওয়াক থাকাবস্থায় আঙ্গুল দ্বারা মেসওয়াক করলে মেসওয়াকের সুন্নত আদায় হবে না।

সূতঃ
নসবুর রায়াহ ১/৫০
কিতাবুল মাসায়েল১/১৫৬
রদ্দুল মুহতার ২/২৩৬

উত্তর লিখেছেন, আবু জাফর।
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *