• +88 01914737599
  • markazul.bd@gmail.com
  • মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা- ১২০৩
Fatwa
রোজা রেখে মুখের ক্ষত স্থানেওষুধ লাগাতে পারবে কিনা?

রোজা রেখে মুখের ক্ষত স্থানেওষুধ লাগাতে পারবে কিনা?

বিষয়ঃ- রোজা সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,

(১১০)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
মুখের ক্ষতের মধ্যে ওষুধ দিলে রোজা ভেঙ্গে যাবে কিনা?
নিবেদক- আব্দুল্লাহ

উত্তর
মুখের ক্ষতের মধ্যে ওষুধ দিলে রোজা ভঙ্গ হবে না তবে মাকরুহ হবে, তাই ইফতারের পর ব্যবহার করবে আর ওষুধ যদি গলা অতিক্রম করে পেটের মধ্যে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে।

সূত্রঃ
দুররুল মুখতার:- ৩/৪২১
বাহরুর রায়েক:-২/৪৮২
ইমদাদুল ফতোয়া:- ২/১৩৭

উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ ইব্রাহিম
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *