Fatwa
সন্তান প্রসব করার সময় “মা” মারা গেলে পেট কেটে বাচ্চা বের করবে কিনা?
বিষয়ঃ- যাকাত প্রসঙ্গে।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(৯৭)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো, সন্তান প্রসব করার সময় “মা” মারা গেলে পেট কেটে বাচ্চা বের করবে কিনা?
নিবেদক- আব্দুল্লাহ
উত্তর
প্রশ্নোল্লিখ অবস্থায় বাচ্চা যদি পেটের মধ্যে জীবিত থাকে তাহলে অপারেশন করে বাচ্চা বের করে বাঁচানোর চেষ্টা করবে।
সূতঃ
রাদ্দুল মুহতার ৩/১৪০,
ফতোয়ায়ে হিন্দিয়া ১/১৫৭,
কিতাবুন মাসায়েল ২/৬৬।
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ ফেরদৌস হোসেন
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
admin
0