Fatwa

পঙ্গু ব্যক্তির পিছনে নামাজ পড়ার হুকুম কি?
বিষয়ঃ- নামাজ সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(১৩৮)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
পঙ্গু ব্যক্তির পিছনে নামাজ পড়ার হুকুম কি?
নিবেদক: আব্দুল্লাহ
উত্তর
প্রশ্নোল্লেখিত ব্যক্তি যদি সোজা হয়ে দাঁড়াতে পারে আর এলেমের কারণে তার প্রতি মানুষের কোন ঘৃণাও নেই, তাহলে তার পিছনে নামাজ পড়তে কোন অসুবিধা নেই।
সূত্র:
রদ্দুল মুহতার:- ২/৩০২
এমদাদুল ফতোয়া:-১/৩১৭
কিতাবুন নাওয়াঝেল:- ৪/৩০৭
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ হাবিবুল্লাহ
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
admin
0