Fatwa
কুরবাণীর পশু জবাই করা প্রসঙ্গ কুরবানীর পশু জবাই করার সময় জবাইকৃত পশু হালাল
আপনি যা জানতে চেয়েছেন।
ফতোয়া বিভাগ : মারকাযুল ফিকরি ওয়াদ দা‘ওয়াহ
গোপিবাগ, ঢাকা-১২০৩
কুরবাণীর পশু জবাই করা প্রসঙ্গ
আব্দুল্লাহ
মুন্সিগঞ্জ
প্রশ্ন : ৩
জনাব মুফতী সাহেব ! কুরবানীর পশু জবাই করার সময় জবাইকৃত পশু হালাল হওয়ার জন্য জবাই কারীর উপর আল্লাহর নাম নেওয়া জুরুরী। কিন্তু যদি কোন ব্যক্তি জবাই কারীকে জবাই এর ক্ষেত্রে সাহায্য করে তাহলে সাহয্য কারীর উপর আল্লাহর নাম বা বিসমিল্লাহ বলা জুরুরী কি না ?
উত্তর:
হ্যাঁ, জবাই কারীর জন্য আল্লাহর নাম বা বিসমিল্লাহ বলা ওয়াজীব এমনি ভাবে জবাই এর ক্ষেত্রে সাহায্য কারীর জন্যও আল্লাহর নাম নেওয়া ওয়াজীব। আর যদি উক্ত দু‘জনের কোন এক জনও বিসমিল্লাহ না বলে, তাহলে জবাইকৃত পশু হালাল হবে না। বাস্তব সাহয্যকারী বলতে ঐ ব্যক্তিকে বুঝায়, যে ছুরী বা চাকু চালানোর কাজে সাহায্য করে। যেমন : এক ব্যক্তি দূর্বল, পশুর গলায় ছুরি চালাতে তার পূর্ণ শক্তি নাই, অন্য ব্যক্তি বা কশাই তার হাতের উপর হাত রেখে পূর্ণ শক্তি দিয়ে ছুরী চালায়, তাহলে এমন সাহায্য করীর জন্যও বিসমিল্লাহ পড়া বা আল্লাহর নাম নেওয়া জুরুরী। আর যারা কুরবনীর পশুর অন্যান্য অঙ্গ যেমন: পাঁ, মাথা ইত্যাদী ধরে, তাদের জন্য বিসমিল্লাহ পড়া জুরুরী না।
সূত্র :
ফাতাওয়ায়ে শামী ৬/৩৩৪, ফাতাওয়ায়ে কাজী খান ৩/৩৪৫, ফাতাওয়ায়ে মাহমূদিয়া ২৬/১৩৯-১৪২, ফাতাওয়ায়ে হক্বানিয়াহ্ ৬/৪৪১
admin
0