ভর্তির নিয়মাবলী
ভর্তির নিয়মাবলী
ভর্তি সংক্রান্ত জরুরি জ্ঞাতব্য
* ৮ শাওয়াল এক দিনের মধ্যে পুরাতন ছাত্রদের ভর্তি সম্পন্ন করতে হবে।
* নতুন ছাত্রদের ভর্তিকার্যক্রম কোটা পুরণ সাপেক্ষে ৯ শাওয়াল থেকে ১১ শাওয়াল পর্যন্ত চলবে। তবে ৮ শাওয়াল ভর্তি ফরম সংগ্রহ করার সুযোগ থাকবে।
* নতুন ছাত্রদের দাখেলা পরীক্ষা প্রতিদিন সকাল ৭.৩০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত মৌখিকভাবে অনুষ্ঠিত হবে। বিকেল ৩.৩০ মিনিটে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে। অত:পর ভর্তি কাজ সম্পন্ন করবে।
* নতুন ছাত্রদের ভর্তি ফরম নেয়ার সময় দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
* হিফজ ও মক্তবের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে শুরু হয়ে কোটা পুরণ হওয়া পর্যন্ত চলবে।
*ইফতা বিভাগের নতুন ছাত্রদের ভর্তি ৭ ও ৮ শাওয়ালের মধ্যে সম্পন্ন করতে হবে।
ভর্তির নিয়মাবলী ও খরচের তালিকা
ফ্রি খানা ও ভর্তি নাম্বারের তালিকা
জামাত |
ফ্রি খানার নাম্বার |
ভর্তির নাম্বার |
তাফসীর |
— |
— |
ইফতা |
— |
— |
তাকমীল |
— |
— |
ফযীলত ২ |
— |
— |
ফযীলত ১ |
— |
— |
ছানবী ২ |
— |
— |
ছানবী ১ |
— |
— |
উস্তানী ৩ |
— |
— |
উস্তানী ২ |
৭৫ |
৬৫ |
উস্তানী ১ |
৭৫ |
৬৫ |
এবঃ ২ |
৭৫ |
৬৫ |
এবঃ ১ |
৭৫ |
৬৫ |
যে সকল কিতাবের পরীক্ষা নেওয়া হবে
জামাত |
কিতাবের নাম |
তাফসীর |
বুখারী আউয়াল, তাফসীরুল জালালাইন আউয়াল। |
ইফতা |
বুখারী আউয়াল, হেদায়া সালেস, নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ) |
তাকমীল |
মিশকাত, হিদায়া রাবে। |
ফযীলত ২ |
তাফসীরুল জালালাইন আউয়াল, হেদায়া সানী। |
ফযীলত ১ |
নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ), শরহে বেকায়া। |
ছানবী ২ |
শরহে জামী/কাফিয়া, কানযুদ্দাকায়েক/কুদূরী। |
ছানবী ১ |
হেদায়াতুন্নাহু, ইলমুস সীগা। |
উস্তানী ৩ |
নাহবেমীর, ইলমুস সরফ ৩-৪ |
উস্তানী ২ |
ইলমুস সরফ ১-২, আরবী আদব। |
উস্তানী ১ |
তাইসীরুল মুবতাদী, ফারসী পেহলী। |
এবঃ ২ |
উদ্দু পহেলী বাংলা অংক ৪র্থ শ্রেণী |
এবঃ ১ |
কেরাত ও বাংলা-অংক (প্রাথমিক) |
ভর্তি ফি ও অন্যন্য খরচ
কিতাব বিভাগ |
|
ভর্তি ফরম |
১০০/= |
ছোট ছাত্রদের অভিভাবক ফরম |
৫০/= |
ভর্তি ফি |
২৫০০/= |
মাসিক আবাসিক চার্জ |
৩০০/= |
সাধারন খানা |
৩৫০০/= |
বিশেষ খানা (দুই বেলা) |
১৮০০/= |
নাস্তা |
৫০০/= |
হিফজ ও মক্তব বিভাগ |
|
ভর্তি ফরম |
১০০/= |
অভিভাবক ফরম |
৫০/= |
ভর্তি ফি |
২৫০০/= |
মাসিক আবাসিক চার্জ |
২০০/= |
সাধারন খানা |
২৫০০/= |
বিশেষ খানা (দুই বেলা) |
১৬০০/= |
নাস্তা |
৫০০/= |