Fatwa
গুরুত্বপূর্ণ মাসআলা
বিষয়ঃ কাফ্ফারা সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগ:- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিকনগর ঢাকা ১২০৩
(৭৭) প্রশ্নঃ
কাফফারার টাকা মাদ্রাসার বোর্ডিংয়ে দেওয়ার দ্বারা কাফফারা আদায় হবে কিনা?
নিবেদক:- মোঃ রাকিবুল হাসান
উত্তর :
কাফফারার টাকা মাদ্রাসার বোর্ডিংয়ে গরিব ছাত্রদের খোরাকি বাবদ দেওয়ার দ্বারা কাফফারা আদায় হয়ে যাবে।
সূত্র
দুররুল মুখতার:- ৩/২৮৩
রদদুল মুহতার:- ৩/২৮৩
ফতোয়ায়ে মাহমুদিয়া:- ১৫/২০১
লেখক :
মুফতী মোঃ রাকিবুল হাসান
ছাত্র:- মারকাযুল ফিকরি ওয়াদা দা’ওয়াহ মানিকনগর ঢাকা ১২০৩
admin
0