Fatwa
সুর টেনে আজান দেওয়ার বিধান কি?
বিষয়ঃ- আজান সংক্রান্ত মাসআলা ।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ মানিক নগর- ঢাকা ১২০৩
(৮১)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো, সুর টেনে আজান দেওয়ার বিধান কি?
নিবেদক নামঃ আব্দুল্লাহ
উত্তরঃ-
সুন্দর কন্ঠে আযান দেওয়া প্রশংসনীয়, তবে গানের আওয়াজের ন্যায় কিংবা শব্দের মাঝে পরিবর্তন নিয়ে আসে এমন সুরে আযান দেওয়া মাকরূহ ও সুন্নাত পরিপন্থি, তবে আযান আদায় হয়ে যাবে।
সূত্রঃ
ফতোয়ায়ে হিন্দিয়া ১/১১২
ফতোয়ায়ে সিরাজিয়া পৃ: নং ৫৪
ফতোয়ায়ে হাবিবিয়া ২/১৬৩
admin
0