Fatwa
মোজার উপর মাসাহ করার সুন্নাহ পদ্ধতি কি?
বিষয়ঃ- পবিত্রতা সংক্রান্ত মাসআলা ।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ মানিক নগর- ঢাকা ১২০৩
নামঃ আব্দুল্লাহ
প্রশ্নঃ- (৮৩)
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো, মোজার উপর মাসাহ করার সুন্নাহ পদ্ধতি কি?
উত্তর
মোজার উপর মাসাহ করার সুন্নাহ পদ্ধতি হল প্রথমে দুই হাতের আঙ্গুলি ভিজিয়ে নিবে এরপর হাতের আঙ্গুলি ফাঁকা রেখে পায়ের অগ্রভাগ থেকে গোড়ালী পর্যন্ত টেনে আনবে।
সূত্রঃ
ফতোয়ায়ে হিন্দিয়া ১/৮৬
ফতোয়ায়ে শামী ২/১৯০
খায়রুল ফতোয়া ২/১৩১
admin
0