• +88 01914737599
  • markazul.bd@gmail.com
  • মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা- ১২০৩
Fatwa
তাবলীগ জামাতের জন্য মুরগি পালন করে অন্যদেরকে খাওয়াতে পারবো কি ?

তাবলীগ জামাতের জন্য মুরগি পালন করে অন্যদেরকে খাওয়াতে পারবো কি ?

বিষয়ঃ জায়েজ নাজায়েজ সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগ:- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিকনগর, ঢাকা-১২০৩


(৮৪) প্রশ্নঃ
জনাব মুফতী সাহেব! আমি এই নিয়তে কিছু মুরগি পালতেছি যে, যদি কোন “তাবলীগ জামাত” আসে তাহলে তাদেরকে এগুলো খাওয়াবো, তাহলে এই মুরগিগুলো অন্যদেরকে খাওয়াতে পারবো কিনা?
নিবেদক :- মোহাম্মদ আবদুল্লাহ

উত্তরঃ-
হ্যাঁ, অন্যদেরও খাওয়াতে পারবে।

সূত্রঃ
দুররুল মুখতার:- ৫/৫২৪
ফতোয়ায়ে কাজীখান:- ২/১২
কিতাবুন নাওয়াঝেল:-১০/৩০৫

লেখক :
মুফতী মোঃ সালমান
ছাত্র:- মারকাযুল ফিকরি ওয়াদা দা’ওয়াহ, মানিকনগর, ঢাকা-১২০৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *