Fatwa
কবরের পাশে মৃত ব্যক্তির মাথার পাশে দাঁড়িয়ে তিলাওয়াত করার বিধান কি ?
বিষয়ঃ মৃত্যু সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগ:- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিকনগর, ঢাকা-১২০৩
(৮৬) প্রশ্নঃ
জনাব মুফতী সাহেব! আমার জানার বিষয় হল, কবরের পাশে মৃত ব্যক্তির মাথার পাশে দাঁড়িয়ে সুরাহ বাকারার প্রথম কয়েক আয়াত আর পায়ের কাছে দাঁড়িয়ে সুরা বাকারার শেষের দুই আয়াত পাঠ করার বিধান কি?
নিবেদক :- মোহাম্মদ আবদুল্লাহ
উত্তরঃ-
প্রশ্নে বর্ণিত অবস্থায় পাঠ করা মুস্তাহাব
সূত্রঃ
মেশকাতুল মাসাবিহ:- ১৪৯
রদদুল মুহতার:- ৩/১৪৩
ফতোয়ায়ে মাহমুদিয়া:-১৩/৩৯৬
লেখক :
মুফতী মোঃ হাবিবুল্লাহ
ছাত্র:- মারকাযুল ফিকরি ওয়াদা দা’ওয়াহ, মানিকনগর, ঢাকা-১২০৩
admin
0