Fatwa
কবরের পাশে মৃত ব্যক্তির নাম ঠিকানা লেখার হুকুম কি?
বিষয়ঃ মৃত্যু সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগ:- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিকনগর, ঢাকা-১২০৩
(৮৯) প্রশ্নঃ
জনাব মুফতী সাহেব! আমার জানার বিষয় হল যে, কবরের পাশে মৃত ব্যক্তির নাম ঠিকানা লেখার হুকুম কি?
নিবেদক :- মোহাম্মদ আবদুল্লাহ
উত্তরঃ-
সাধারণ মৃত ব্যক্তির কবরের পাশে নাম ঠিকানা ইত্যাদি লেখা মাকরুহ, তবে বড় আলেম ও বুজুর্গ ব্যক্তির জন্য অনুমতি রয়েছে।
সূত্রঃ
রদ্দুল মুহতার:- ৩/ ১৪৪
কিতাবুল ফাতাওয়া:- ৩/২৩১
ফতোয়ায়ে কাসেমিয়া:-১০/১৫০
উত্তর লেখক :
মুফতী মোঃ হাবিবুল্লাহ
ছাত্র:- মারকাযুল ফিকরি ওয়াদা দা’ওয়াহ, মানিকনগর, ঢাকা-১২০৩
admin
0