• +88 01914737599
  • markazul.bd@gmail.com
  • মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা- ১২০৩
Fatwa
সফরে নামায কাজা হলে পড়বে কিভাবে ?

সফরে নামায কাজা হলে পড়বে কিভাবে ?

বিষয়ঃ- নামায সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,

(১০৮)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
সফর অবস্থায় চার রাকাত বিশিষ্ট নামাজ কাজা হলে কিভাবে পড়বে?
নিবেদক- আব্দুল্লাহ

উত্তর
সফর অবস্থায় চার রাকাত বিশিষ্ট নামাজ কাজা হলে দুই রাকাত পড়বে।

সূত্রঃ
হেদায়া:- ৯/১৬৭
ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ:-৪/৪৫২
ফতোয়ায়ে তাতারখানিয়া:- ২/৫২৩

উত্তর লিখেছেন,
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *