লাশ মসজিদে রেখে জানাযা নামাজ পড়া জায়েজ কিনা?
বিষয়ঃ- জানাযা সংক্রান্ত মাসআলা।ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩, (১০৪)প্রশ্নঃ-জনাব মুফতী সাহেব, আমার জানার বিষয় হলো,বৃষ্টি বা কোনো কারণে লাশ মসজিদে রেখে জানাযা নামাজ পড়া জায়েজ কিনা?নিবেদক- আব্দুল্লাহ উত্তরপ্রশ্নে বর্ণিত অবস্থায় জায়েয আছে অন্যথায় নয়। সূত্রঃসুনানে ইবনে মাজাহ ১/১০৯রদ্দুল মুহতার:- ৩/২২৪কিতাবুন নাওয়াঝেল:- ৬/১৭০ উত্তর লিখেছেন,মুফতী মোহাম্মদ খাইরুল ইসলামছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।