📢 যাকাতুল ফিতর (ফিতরা) সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য!
📢 যাকাতুল ফিতর (ফিতরা) সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য!📜 ফিতরা কী?ফিতরা বা সাদাকাতুল ফিতর রমজানের শেষে গরিব ও অসহায়দের জন্য ফরজ সদকা। এটি ঈদের আগেই আদায় করা ওয়াজিব, যেন তারাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। 📖 রাসূল ﷺ বলেছেন:“ঈদের নামাজের আগে যে ব্যক্তি ফিতরা আদায় করবে, তা কবুল হবে। আর নামাজের পর দিলে তা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে।” (আবু দাউদ ১৬০৯)…