আমাদের বৈশিষ্ঠ্য
কওমি মাদরাসা যে সকল বৈশিষ্ট্যে ও আদর্শে জগতের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত, মারকযুল ফিকরি ওয়াদ দা‘ওয়াহ সে সকল বৈশিষ্ট্যে অনন্য। তা’লীম, তরবিয়ত, এলায়ে কালিমাতুল্লাহ সবই কওমি মাদরাসার। লক্ষ্য-উদ্দেশ্য হলেও মূল বুনিয়াদ তা’লীম, যাকে আসলুল উসূল বলা হয়েছে। দারুল উলুম দেওবন্দের এ আদর্শের উপর মারকযুল ফিকরি ওয়াদ দা‘ওয়াহ সূচনালগ্ন থেকে অটুট অবস্থানে রয়েছে। দীনি তা’লীমকে মূল গুরুত্ব দিয়েই মারকযের কার্যক্রম পরিচালিত হয়। আর এর শাখা-প্রশাখাগুলোর প্রতিও লক্ষ্য রাখা হয় তালীমের মান ও অবস্থান অক্ষুন্ন রেখে।
মারকযুল ফিকরি ওয়াদ দা‘ওয়াহ সম্পূর্ণ বেসরকারি ও অবৈতনিক প্রতিষ্ঠান। মারকাযের গোরাবা ফান্ড থেকে গরিব ও মেধাবী ছাত্রদের সারা বছর ফ্রি খোরাকী দেওয়া হয়। প্রয়োজনে অন্যান্য আর্থিক সাহায্যও করা হয়। তালিবুল ইলমের কোনো আবাসন ফি নেই। জামিয়ার পক্ষ থেকে তালিবুল ইলমদের পড়াশোনার সুবিধার্থে প্রতি এক-শিক্ষাবর্ষের জন্য কিতাবপত্র দেওয়া হয়।। এছাড়া জামিয়ার উন্মুক্ত পাঠাগারে বিভিন্ন বিষয়ের কিতাব মুতালাআর সুযোগ রয়েছে। তালীমের পাশাপাশি তরবিয়তের প্রতিও খুব জোর দেওয়া হয়। আসাতিযায়ে কেরাম তালিবুল ইলমের ইলম, আমল ও আখলাকের উন্নাতির জন্য সর্বদাই ফিকির করেন।