ভবিষৎ পরিকল্পনা
ভবিষ্যৎ পরিকল্পনা
১. মারকাযের নিজস্ব জায়গায় একটি সুউচ্চ দশতলা ভবন নির্মাণ।
২. ১০ তলা বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ।
৩. শ্রেষ্ঠ গ্রন্থকার তৈরির জন্য বিপুল পরিমাণ কিতাব সংগ্রহ করে মারকাযের কুতুবখানাকে সমৃদ্ধকরণ।
৪. মকতব ও হেফজ বিভাগ থেকে তাকমীল পর্যন্ত বিভাগগুলো অতি শীঘ্রই চালু করা।
৫. তাখাছুসের বাকি বিভাগগুলোও অতি শীঘ্রই বাস্তবায়ন করা।