Fatwa

আজান চলাকালীন অবস্থায় বিদ্যুৎ চলে গেলে পুনরায় আজান দিতে হবে কিনা
বিষয়ঃ- আযান সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(১২৮)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
আজান চলাকালীন অবস্থায় বিদ্যুৎ চলে গেলে পুনরায় আজান দিতে হবে কিনা? অনুগ্রহ করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানিয়ে বাধিত করবেন।
উত্তর
প্রশ্নে বর্ণিত অবস্থায় আজানের আওয়াজ/সংবাদ যদি সকলের নিকট পৌঁছে তাহলে এটাই যথেষ্ট পুনরায় আযানের প্রয়োজন নেই। হ্যাঁ, বিদ্যুৎ আসার পর দ্বিতীয়বার আজান দিলে তাতে সমস্যা হবে না।
সূত্রঃ
ফতোয়ায়ে হিন্দিয়া:- ১/১১২
ফতোয়ায়ে কাসিমিয়া:- ৫/৪৩৭
ফতোয়ায়ে মাহমুদিয়া:- ৯/১৪৫
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ মাসুউদুর রহমান
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
admin
0