যে ব্যক্তি মসজিদে আছে তার কি আযানের জওয়াব দেওয়া ওয়াজিব কিনা?
বিষয়ঃ- আযান সংক্রান্ত মাসআলা।ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩, (১৩০)প্রশ্নঃ-জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,যে ব্যক্তি মসজিদে আছে তার কি আযানের জওয়াব দেওয়া ওয়াজিব কিনা? অনুগ্রহ করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিষয়টি জানিয়ে বাধিত করবেন।নিবেদক: আব্দুল্লাহউত্তরপ্রশ্নে বর্ণিত সুরতে ওই ব্যক্তির জন্য জবাব দেওয়া জরুরী নয় বরং মুস্তাহাব। সূত্র:দুররুল মুখতার:২/৬৯ইমদাদুল ফতোয়া:-১/১৬৯এমদাদুল আহকাম:- ২/৪৭ উত্তর লিখেছেন,মুফতী মোহাম্মদ মাসউদুর…