Fatwa

একই মোয়াজ্জিন দুই মসজিদে একই সময়ে আযান দেওয়া জায়েজ কিনা?
বিষয়ঃ- আযান সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(১২২)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
একই মোয়াজ্জিন দুই মসজিদে একই সময়ে আযান দেওয়া জায়েজ কিনা? অনুগ্রহ করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানিয়ে বাধিত করবেন।
নিবেদক- আব্দুল্লাহ
উত্তর
প্রশ্নে বর্নিত সুরতে এক ব্যক্তির জন্য একই ওয়াক্তে দুই মসজিদে আযান দেওয়া মাকরুহে তাহরীমী। চাই সে কোন মসজিদের মুয়াজ্জিন হোক বা না হোক।
সূত্রঃ
আহসানুল ফাতাওয়া: ২/ ২৯০
এমদাদুল ফতোয়া: ১/১৭২
কিতাবুল মাসায়েল: ১/২৫৩
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ মাসুউদুর রহমান
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
admin
0