Fatwa

একাধিক আজান শুনলে উত্তর কিভাবে দিবে ?
বিষয়ঃ- আযান সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(১২১)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
একাধিক আজান শুনলে উত্তর কিভাবে দিবে?শরীয়তের আলোকে জানালে উপকৃত হব
নিবেদক- আব্দুল্লাহ
উত্তর
প্রশ্নে বর্ণিত অবস্থায় উত্তম হলো সব আজানের উত্তর দেওয়া, আর যদি সবগুলোর উত্তর দিতে কষ্ট হয় তাহলে প্রথম আজানের উত্তর দিবে। চাই মহল্লা মসজিদ হোক বা অন্য কোন মসজিদ।
সূত্রঃ
আহসানুল ফাতাওয়া: ২/ ২৯২
কিতাবুল ফাতাওয়া: ২/১৩৯
কিতাবুল মাসায়েল: ১/২৫৮
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ আবু রায়হান
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
admin
0