Fatwa

কুরআন তেলাওয়াতের সময় আজান শুনলে করণীয় কি?
বিষয়ঃ- আযান সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(১২৬)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
কুরআন তেলাওয়াতের সময় আজান শুনলে করণীয় কি?
উত্তর
ঘরে কোরআন তেলাওয়াত রত অবস্থায় আযান শুনলে তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দেওয়া উচিত। আর মসজিদে তেলাওয়াত অবস্থায় আজান শুনলে জবাব দেওয়া মুস্তাহাব।
সূত্রঃ
বাহলুল লায়েক:- ১/৪৫১
ফতোয়ায়ে কাসেমিয়া: ৫/৪৫৬
ফতোয়ায়ে মাহমুদিয়া:- ৯/১৩৪
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ সাইফুল ইসলাম
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
admin
0