নামাজে সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ার বিধান কি ?
(১১৪)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
নামাজে সুরা ফাতেহার শুরুতে এবং সূরা ফাতিহার শেষে সূরা মিলানোর সময় বিসমিল্লাহ পড়ার বিধান কি? শরীয়তের আলোকে তা জানিয়ে বাধিত করবেন।
নিবেদক- আব্দুল্লাহ
উত্তর
প্রত্যেক রাকাতে সূরা ফাতেহার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত এবং সূরা ফাতেহার পরে সূরা মিলানোর সময় বিসমিল্লাহ পড়া মুস্তাহাব।
সূত্রঃ
তিরমিজি:- ১/৬২
ফতোয়ায়ে কাসেমিয়া:- ৫/২৪২
ফতোয়ায়ে শামী:- ২/১১২
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ আব্দুল কাদের
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
বিষয়ঃ- নামাজ সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(১১৪)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
নামাজে সুরা ফাতেহার শুরুতে এবং সূরা ফাতিহার শেষে সূরা মিলানোর সময় বিসমিল্লাহ পড়ার বিধান কি? শরীয়তের আলোকে তা জানিয়ে বাধিত করবেন।
নিবেদক- আব্দুল্লাহ
উত্তর
প্রত্যেক রাকাতে সূরা ফাতেহার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত এবং সূরা ফাতেহার পরে সূরা মিলানোর সময় বিসমিল্লাহ পড়া মুস্তাহাব।
সূত্রঃ
তিরমিজি:- ১/৬২
ফতোয়ায়ে কাসেমিয়া:- ৫/২৪২
ফতোয়ায়ে শামী:- ২/১১২
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ আব্দুল কাদের
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।