Fatwa
মসজিদের কোন স্থানে দাঁড়িয়ে আজান দেওয়া উত্তম ?
বিষয়ঃ- নামাজ সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(১১৩)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
মসজিদের ভিতরে দাঁড়িয়ে আযান দেওয়া যাবে কিনা? শরীয়তের আলোকে তা জানিয়ে বাধিত করবেন।
নিবেদক- আব্দুল্লাহ
উত্তর
বর্তমানে যেহেতু অধিকাংশ মসজিদে স্পিকারের সাহায্যে আযান দেওয়া হয়। তাই লাউড স্পিকার যদি মসজিদের ভিতরে থাকে তাহলে মসজিদের ভিতরে আযান দেওয়া বৈধ। তবে লাউড স্পিকার যদি বাহিরে থাকে বা মৌখিকভাবে আযান দেয়, তাহলে বাহিরে উঁচু স্থানে দাঁড়িয়ে আযান দেওয়া সুন্নত।
সূত্রঃ
আহসানুল ফাতাওয়া:- ২/২৮২
ফতোয়ায়ে কাসেমিয়া:- ৫/৩৬৫-৩৬৬
কিতাবুন নাওয়াঝেল:- ৩/২১৪
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ আব্দুল কাদের
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
admin
0