Fatwa

মিলিত দুই মসজিদের ক্ষেত্রে এক মসজিদেই আযান দিলে হবে কিনা?
বিষয়ঃ- আযান সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(১২৭)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
মিলিত দুই মসজিদের ক্ষেত্রে এক মসজিদেই আযান দিলে হবে কিনা? অনুগ্রহ করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানিয়ে বাধিত করবেন।
উত্তর
প্রশ্নে বর্ণিত সুরতে যদি উভয় মসজিদে পৃথক পৃথক জামাত হয়, তখন উভয় মসজিদের জন্য পৃথক পৃথক আজান দিতে হবে।
সূত্রঃ
ফতোয়ায়ে হিন্দিয়া:- ১/১১০
ফতোয়ায়ে হাবিবিয়া:- ১/১০৯
ফতোয়ায়ে মাহমুদিয়া:- ৯/১০৯
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ মাসুউদুর রহমান
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
admin
0