Fatwa

ইকামত কোথায় দাঁড়িয়ে দিবে ?
বিষয়ঃ- ইকামত সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(১২৩)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
ইকামত কোথায় দাঁড়িয়ে দিবে?
নিবেদক- আব্দুল্লাহ
উত্তর
ইকামতের জন্য নির্দিষ্ট কোন জায়গা নেই।মসজিদের ভেতর যেকোনো কাতার বা যে কোন স্থান থেকে ইকামত দিতে পারবে।
সূত্রঃ
বাহরুর লায়েক: ১/৪৪৩
রোদ্দুর মুহতার: ২/৪৮
ফতোয়ায়ে মাহমুদিয়া: ৯/১৬৯
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ মাসুউদুর রহমান
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
admin
0