Fatwa

জুনুবী অবস্থায় আজানের উত্তর দেওয়া জায়েজ আছে কিনা?
বিষয়ঃ- আযান সংক্রান্ত মাসআলা।
ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩,
(১২৫)প্রশ্নঃ-
জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,
জুনুবী অবস্থায় আজানের উত্তর দেওয়া জায়েজ আছে কিনা?
উত্তর
হ্যাঁ, জায়েজ আছে।
সূত্রঃ
রদ্দুল মুহতার:- ২/২৫
ফতোয়ায়ে কাসেমিয়া: ৫/৪৪৯
ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ: ২/৮৬
উত্তর লিখেছেন,
মুফতী মোহাম্মদ ফেরদৌস হোসেন
ছাত্র: মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ।
admin
0