ইমাম পরিপূর্ণ মেহরাবের ভিতরে দাঁড়ানোর হুকুম কি?
বিষয়ঃ- নামাজ সংক্রান্ত মাসআলা।ফতোয়া বিভাগঃ- মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ, মানিক নগর, ঢাকা ১২০৩, (১১৫)প্রশ্নঃ-জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,ইমাম পরিপূর্ণ মেহরাবের ভিতরে দাঁড়ানোর হুকুম কি? শরীয়তের আলোকে তা জানিয়ে বাধিত করবেন।নিবেদক- আব্দুল্লাহ উত্তরইমাম সম্পূর্ণ মেহরাবের ভিতরে দাঁড়ানোর দ্বারা মুক্তাদির নামাজের কোন ক্ষতি হবে না। তবে এমনটি করা মাকরুহে তানজিহি।সূত্রঃদুররুল মুখতার:- ২/৪১৪ফতোয়ায়ে মাহমুদিয়া- ১১/১২৮কিফাইয়াতুল মুফতী:-৩/৭৬ উত্তর লিখেছেন,মুফতী মোহাম্মদ আব্দুল কাদেরছাত্র:…